রবি মৌসুমে বীজ ও সার প্রনোদনা পেলো ৪৫০ কৃষক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা কৃষি অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার ৪৫০ জন কৃষককে ১ কেজি সরিষা ২০ কেজি সার এবং ১০ জন কৃষককে ৫ কেজি চিনাবাদাম ১৫ কেজি সার প্রনোদন প্রদান করা হয়।

এসময় কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।