বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে র‍্যালী ও আলোচনা সভা এবং যুব ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ কার্যালয় হতে র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, ইঞ্জিনিয়ার সুজন চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দিক সরকার।

সভায় আগত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা যুবদের উদ্দেশ্যে বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উদ্ভাবনী চিন্তা চেতনা নিয়ে যুবদের অবদান রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন যুবকরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিকর তাই যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে কাজ করতে হবে এবং যুব ঋণের সহযোগিতা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে সুপরামর্শ প্রদান করেন।

সভা শেষে ৩ জন যুবককে ৫০ হাজার টাকা করে যুব ঋণ প্রদান করা হয়।