পাহাড়ের সাদা মনের মানুষ আর বেঁচে নেই

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো চিকিৎসাধীন অবস্থায় নিজ বিহারে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে মহাপ্রয়াণে শায়িত হন। ভান্তে দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনিসহ নানান জটিল রোগে ভুগছিলেন।

তিনি পার্বত্য ভিক্ষু সংঘের ৪র্থ সংঘরাজ, এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত ও মায়ানমার সরকার কর্তৃক “অগ্রমহাপন্ডিত” এ ভূষিত হন।

তিনি অনাথ ও অসহায়দের সহায়ক ছিলেন। পরম পূজনীয় ভান্তে মহাপ্রয়াণের আগ পর্যন্ত ধর্ম প্রচারের পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ওনার মৃত্যুতে বাঘাইছড়ি একটি উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

গুরুভান্তের মহাপ্রয়াণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং পৌর মেয়র জমির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।