রাঙ্গামাটি আসনে দীপংকর তালুকদার মনোনয়ন পাওয়ায় বাঘাইছড়িতে আনন্দ মিছিল প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩ ||মোঃ ইব্রাহীম || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দীপংকর তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় বাঘাইছড়িতে আওয়ামীলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে পথসভায় মিলিত হয় আনন্দ মিছিলটি। বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রাঙ্গামাটি পার্বত্য জেলার অভিভাবক দীপংকর তালুকদারকে মনোনয়ন দেয়ায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, একই সাথে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামীলীগ পরিবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আনন্দ মিছিল ও পথসভায় শতাধীক নেতাকর্মী অংশগ্রহণ করেন। SHARES রাজনীতি বিষয়: