চট্রগ্রাম সিএমএম আদালতে উভয়পক্ষের আপোষে মামলা নিষ্পত্তি

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

||ডেস্ক নিউজ ||

গত ৯/৭/২০২৩ ইং তারিখ চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে অর্থ আদায়ের দাবি নিয়ে ওসমান হারুন নামে এক ব্যাক্তি মামলা দায়ের করেন।মামলা আমলে নিয়ে আসামি মোঃ হারুন অর রশিদ পিতা মৃত মোজাম্মেল হোসেন সাং দক্ষিণ ফরেস্ট কলোনি বায়তুল আমান জামে মসজিদের সংলগ্ন থানা কোতয়ালী জেলা রাংগামাটি এর বিরুদ্ধে সমন ইস্যু করেন মামলা নং সি আর ১৪৬৭/২০২৩( কোতোয়ালি) ধারা এনআই এ্যাক্ট ১৩৮।

মামলার অভিযোগে দেখা যায় এই মামলার বাদী থেকে আসামি মোঃ হারুন টাকা হাওলাত গ্রহণ করেন। সেই টাকা নগদে পরিশোধ করতে না পারায় আসামির নামীয় ইসলামী ব্যাংক রাংগামাটি শাখার ১৫০০০০/- টাকার ৩১/১০/২২ ইং তারিখের প্রতারনা মূলক একটি চেক প্রদান করেন। বাদী গত ৯/৪/২৩ ইং তারিখ টাকা উত্তোলন করতে গেলে দেখেন ব্যাংকে তার একাউন্টে কোন টাকা নাই এবং চেক প্রদান করেও একাউন্টে টাকা না থাকায় আসামীর বিরুদ্ধে বাদী উক্ত মামালা দায়ের করেন। মামলাটি গত ০১/১০/২০২৩ ইং তারিখ সমন জারির জন্য ছিলো, সমন পেয়ে আসামি পক্ষ ও বাদিপক্ষ আপোষ মীমাংসা হয় আসামীপক্ষ বাদির পাওনা টাকা পরিশোধ করেন এবং বাদি মামলা উত্তোলন করেন।