বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

নিজস্ব প্রতিনিধি||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে  সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

ভোর ৬ টা ২০ মিনিটে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি থানা, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একই সাথে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ।  এরপর বিভিন্ন খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং উপজেলা মসজিদ মার্কেট ও চৌমুহনী মার্কেট এর ব্যবসায়ীদের মধ্যে দড়ি টানাটানি অনুষ্ঠিত হয় তাদের পুরুস্কারের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।