মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

||মুহাম্মদ এস কে রিয়াজ||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ এসজিপি পদাতিক।

বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ উপস্থিত ছিলেন৷

সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী সহ উপজেলার অন্যন্য বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরেন, তারা বলেন বর্তমান সরকারের সময়ে এসে মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক সম্মান পেয়েছি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমরা ভাগ্যবান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করতে পারছি আর দশ বছর হয়তো দেশে বীর মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব।