বাঘাইছড়ি ফুটবল একাডেমীর প্রশিক্ষনার্থীদের মাঝে নতুন জার্সি বিতরণ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

মুহাম্মদ এস কে রিয়াজ||

মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে গঠিত রাঙ্গামাটির বাঘাইছড়িতে একমাত্র ক্রীড়া প্রশিক্ষণ সংগঠন বাঘাইছড়ি ফুটবল একাডেমীর ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে নতুন জার্সি প্রদান করলো একাডেমীর পরিচালকরা।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কাচালং সরকারি কলেজ মাঠে প্রশিক্ষনার্থীদের মাঝে এসব জার্সি প্যান্ট প্রদান করেন একাডেমীর সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম শামীম। এময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল একাডেমীর সহ সভাপতি আব্দুর রহমান, অর্থ সম্পাদক মোঃ হান্নান, কোচ কামরুজ্জামান লিটন, সাবেক ফুটবলার দ্যুতি চাকমা ও মাসুম রানা।

ফুটবল একাডেমীর সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম শামীম বলেন বাঘাইছড়ি উপজেলায় প্রচুর প্রতিভাবান ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের গাইড করে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের একাডেমির পথচলা শুরু। দীর্ঘদিন তীব্র গরম এবং উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর কারনে একাডেমির কার্যক্রম বন্ধ ছিলো, গত একমাস ধরে আবার নিয়মিত প্রশিক্ষণ শুরু হয়েছে তাই নতুন বছর উপলক্ষে আমরা প্রশিক্ষনার্থীদের মাঝে নতুন জার্সি প্রদান করলাম তাদের আগ্রহ উৎসাহ বৃদ্ধির লক্ষে।

ফুটবল প্রশিক্ষনার্থী রিদোয়ান আরেফিন সিয়াম বলেন, ফুটবল একাডেমীর কল্যাণে আমরা একত্রে অনেকেই প্র‍্যাক্টিস করতে পারছি আমাদের অবসর সময়টাকে খারাপ পথে ব্যয় না করে খেলাধুলায় শরীর ও মন দুটোই ভালো রাখার চেষ্টা করছি, আমরা যদি প্রশাসনিক ও সুশীল সমাজের সহযোগিতা পাই খেলাধুলার মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার নাম উজ্জ্বল করতে পারবো বলে আশা করি৷