বাঘাইহাট দারুল আরকাম মাদ্রাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

মুহাম্মদ ইব্রাহীম||

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় বছরের ১ম দিনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য জনাব রায়হান উদ্দিন এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগি মোঃ  গোলাম মাওলা, বাঘাইহাট কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাজী মোঃ আইয়ুব আলী সওদাগর, মাদরাসা ইনচার্জ মাওলানা মুহাম্মদ মনছুর, মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান ও মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

সাজেক ইউনিয়নে এটিই একমাত্র ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাই এর মান উন্নয়নে সকলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন আলোকচকরা। অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্হতা ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শওকত আলম।