বাঘাইছড়িতে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার কৃষি উপকরণ পেলো ১৪৬০ কৃষক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

মুহাম্মাদ ইব্রাহিম ||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৪৬০ জন কৃষকদের মাঝে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার প্রতিনিধি ঝিনু ত্রিপুরা ও লাথিনু মারমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দুইশতাধীক কৃষক অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের কল্যাণে সর্বদা কাজ করেছে যাচ্ছে একই সাথে দেশী ও আন্তর্জাতিক অনেক সংস্থা কৃষকদের কল্যাণে ব্যপক অর্থায়ন করে আসছে। বিগত সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করায় বক্তারা জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভা শেষে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে ১২ ধরনের সবজি বীজ, ৫ কেজি বীজ ধান, ২০ কেজি সার, একটি সেচনী ও ৬৬ লিটারের পানির ড্রাম বিতরণ করা হয়।