প্লাস্টিক মুক্ত সাজেক গড়ার লক্ষে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪ নিজস্ব প্রতিনিধি || “সবাই মিলে শপথ করি, প্লাস্টিকমুক্ত সাজেক গড়ি” এই স্লোগানে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্যালীর রুইলুই পাড়া ও কংলাক পাড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন ব্যবহারের জন্য জনসচেতনতা মূলক র্যালী করেছে কটেজ মালিক সমিতি অব সাজেক ও সাজেক উন্নয়ন ফোরাম। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় সাজেক হেলিপোর্ট এলাকা থেকে একত্রিত হয়ে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কটেজ মালিক সমিতি অব সাজেক এর সহ সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় এর নেতৃত্বে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে সমিতির সদস্যগণ, রিসোর্ট-রেস্তোরাঁ মালিক, কর্মচারী, স্থানীয় সচেতন জনগণ। চাইথুয়াং অং চৌধুরী জয় বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী যার সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, আমরা সাজেককে প্লাস্টিকমুক্ত করার জন্য নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পরিচালনা করছি এবং সকল রিসোর্ট রেস্তোরাঁ মালিকদের ডাস্টবিন ব্যবহার করার জন্য আহবান জানাচ্ছি এবং বিশেষ বিশেষ স্থানে ডাস্টবিন রাখা হয়েছে আমরা পর্যটকদের এই ডাস্টবিন সমুহ ব্যবহার করে প্লাস্টিকমুক্ত সাজেক গড়ার লক্ষে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। SHARES ট্যুরিজম বিষয়: