নারী দিবসে বাঘাইছড়ি বনাম দিঘীনালা প্রমিলা দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪ দ্যুতি চাকমা|| রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়ি ফুটবল একাডেমীর আয়োজনে বাঘাইছড়ি ও দিঘীনালা প্রমিলা ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নস্থ তুলাবান স্পোর্টিং ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচে মোকাবেলা করে বাঘাইছড়ি ফুটবল একাডেমীর প্রমিলা টীম বনাম দিঘীনালা প্রমিলা ফুটবল টীম। খেলায় ১ গোলে জয় পায় দিঘীনালা ফুটবল প্রমিলা টীম। দিঘীনালা প্রমিলা ফুটবল টীম খেলার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন মোঃ হান্নান এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করে রিদুয়ান আরেফিন সিয়াম ও আনিসুল ইসলাম আবির। ধারা বিবরণী করেন সন্তোষ চাকমা ও রানা চাকমা। বাঘাইছড়ি ফুটবল একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, বাঘাইছড়ির নারী ফুটবলারদের এগিয়ে নেয়ার লক্ষে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই আয়োজন করেছি। বাঘাইছড়ি প্রমিলা ফুটবল টীম তুলাবান মাঠে এর আগে এমন আয়োজন না হওয়ায় প্রথমবারের মত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে দূর দুরান্ত থেকে দর্শকরা ছুটে আসে খেলা দেখতে৷ SHARES খেলাধুলা বিষয়: