৫ বছর পেরিয়ে ভালো নেই নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের স্বজনেরা প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সহিংসতার পাঁচ বছর পার হলেও ধরা পড়েনি ঘটনার মুলহোতাদের কেউই। হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি এবং আহত- নিহত পরিবারের সদস্যদের পূনর্বাসের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে নিহত ও আহত পরিবারের সদস্যরা। ১৮ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলাইমান সজীবের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পাকুজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, ঘটনায় আহতদের মধ্যে শিজক কলেজের প্রভাষক মোঃ হান্নান হোসেন, কৃষি কর্মকর্তা বদিউল আলম, হুমায়ুন রশিদ, নিহত মিহর কান্তি দত্তের ছেলে পিয়াল দত্ত প্রমুখ। বক্তারা বলেন ২০১৯ সালের ১৮ মার্চের ঘটনার ৫ বছরেও এখনো ধরা পরেনি ঘটনার মুল হোতা কেওই, গুলিবিদ্ধ আহতরা কেওই ভালো নেই তাদের পুনরায় উন্নত চিকিৎসা ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা একইসাথে নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান এবং পূনর্বাসনের উদ্যোগ নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি নাহয় সেদিকে সকল মহলের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আস্বাস প্রদান করেন তিনি। এবং তাদের কল্যাণকর কাজের জন্য উপরস্থ মহলে সর্বদা সুপারিশ করে আসছেন এবং ভবিষ্যতেও করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। মানবন্ধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ১৮ মার্চে নিহত শহিদদের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়, পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়। উল্লেখ যে, ২০১৯ সালের ১৮ই মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সাজেকের তিনটি ভোট কেন্দ্র থেকে মালামাল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৭ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিবৃদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। মানববন্ধনে নিহত ও আহত পরিবারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: