সরকারি যাকাত ফান্ড হতে সহযোগিতা পেলো ১৫ জন প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৩-২৪ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের বিভিন্ন খাতে ১৫ (পনেরো) জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, উপজেলা সদর জামে মসজিদের খতিব ফয়জুল আমীন কুতুবী, উপজেলা মডেল মসজিদের খতিব আহমেদ বিন হাবীব, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার সহ যাকাত প্রদানকারী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভায় সরকারি যাকাত ফান্ড কিভাবে আরো বাড়ানো যায় সে লক্ষে আলোচনা করা হয়। সভা শেষে বিভিন্ন খাতে (গরু ছাগল পালন, হাস মুরগী পালন, চিকিৎসা, গৃহ মেরামত ও শিক্ষাবৃত্তি) ছয় হাজার টাকা করে ১৫ জনকে মোট ৯০ হাজার টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। SHARES ইসলাম বিষয়: