বাঘাইছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দৌস মোহাম্মদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দিক সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পর গঠন করা হয় অস্থায়ী সরকার এবং ১৭ এপ্রিল আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতারা মেহেরপুরের বৈদ্যনাথতলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করে পরবর্তীতে এলাকার নাম করণ হয় মুজিবনগর। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন এবং তাজ উদ্দিন আহমেদ হোন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী। এই অস্থায়ী সরকারের নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।

বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বৃকিতি করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে যা এখনো চলমান আছে, তাই বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য আহবান।