বাঘাইছড়িতে বিনামূল্যে ৯ হাজার আনারসের চারা পেলেন চার কৃষক

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রনোদনা কর্মসূচির আওতায় ৪ জন কৃষকের মাঝে ৯ হাজার চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সম্মুখে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত দৌস মোহাম্মদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমদ।

২০২৩-২৪ অর্থ বছর খরিফ / ২০২৪-২৫ মৌসুমে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারস চারা বিতরণ করা হয়।