বাঘাইছড়িতে বজ্রপাতে পৃথক জায়গায় দুই নারীর মৃত্যু প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ২, ২০২৪ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় চায়ের দোকানে থাকা সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকাল ও দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক গ্রামে এবং সাজেক ইউনিয়নের লুংথিয়ান পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত নারীরা হলেন রূপকারী ইউনিয়নের বড়াদম মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংক্ষিয়ানপাড়ার রতন ত্রিপুরার মেয়ে তনি বালা ত্রিপুরা (৩৭)। রূপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যাসমিন চাকমা ও সাজেক ইউপির সদস্য বনবিহারী চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ব্যক্তিরা হলেন রূপকারী ইউনিয়নের তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা ও অমর জ্যোতি চাকমা। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া উপজেলার বটতলী গ্রামে একটি ষাঁড় গরুরদ মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রূপকারী ইউপি চেয়ারম্যান জ্যাসমিন চাকমা বলেন, সকাল ৯টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাহারজান বেগম মাঠ থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হন। তিনি রাস্তায় থাকা অবস্থায় বজ্রপাত হলে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই ওয়ার্ডের বড়াদম গ্রামে বজ্রপাতে স্বপন চাকমার দোকানে বসে থাকা সাতজন আহত হন। সাজেক ইউপি সদস্য বনবিহারী চাকমা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে শূকরের ঘর পরিচর্যা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তনি বালা ত্রীপুরার মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বজ্রপাতে মৃত বাহারজান বেগমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং তনি বালা ত্রিপুরার পরিবারকেও আর্থিক সহায়তা করা হবে। বজ্রপাতে মৃত্যু ছাড়াও কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: