উৎসবমুখর পরিবেশে বাঘাইছড়িতে ত্রি- স্মৃতিবিজড়িত বুদ্ধপুর্ণিমা উদযাপিত প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ২১, ২০২৪ পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর বাঘাইছড়ি উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে বাঘাইছড়ি মূখ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৪ খ্রী ২৫৬৮ বুদ্ধাব্দ মহাসমারোহে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে কাচালং নদীতে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার দিনব্যাপী পূজা-পার্বন, র্যালী শোভাযাত্রা ও বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়। র্যালী শোভাযাত্রায় বিভিন্ন এলাকা হতে হাজার হাজার বৌদ্ধ পূণ্যার্থীদের সাথে অংশগ্রহণ করেন কাচালং সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ও অলিভ চাকমা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ পুর্নিমা উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভদন্ত কল্যাণমিত্র মহাথের এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং সরকারি ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, করেঙ্গাতলী গৌতম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উপতিষ্যমিত্র থের, মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যোতি মহাথেরো SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: