এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং কলেজ বন্যায় প্লাবিত

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এই কলেজের বিভিন্ন বিভাগের  ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে, টানা ভারী বৃষ্টি পাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে কলেজ ও আশপাশের এলাকার সব সড়ক পানিতে তলিয়ে গেছে, মঙ্গলবার বিকেলে কৃতিত্ব চাকমা (১২) নামে এক স্কুল ছাত্র রাস্তা পার হতে গিয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে কলেজের প্রধান সড়কটি ৫ ফুট গভীর পানির নিচে ডুবে রয়েছে।

এছাড়া কলেজের নিচ তলার সবকটি পরীক্ষা কেন্দ্র পানিতে তলিয়ে গেছে। শুধু এইচ এসসি পরীক্ষা নয় কলেজে আজ থেকে শুরু হচ্ছে ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা অনিশ্চিত হয়ে পরেছে তাদের পরীক্ষাও। কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা খুবই চিন্তিত বন্যার কারণে ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষা কিভাবে নিবো বুঝতে পারছি না ইতোমধ্যে বন্যার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে  জানানো হয়েছে কিন্তু  পরীক্ষা বন্ধের  বিষয়ে কোন নির্দেশনা আসেনি এছাড়াও ডিগ্রী পরিক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে ১৭৪ জন । রাত পোহালে এইচ এস সি গুরুত্বপূর্ণ বিষয় (ইংরেজি) পরীক্ষা অভিভাবক ও শিক্ষার্থীরা উৎকন্ঠায় রয়েছে এই পানি মাড়িয়ে কিভাবে কেন্দ্রে যাবে শিক্ষার্থীরা , এইচ এসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম পানিবন্দি অবস্থায় আছে পড়াশোনা করার ঘরে কোন পরিবেশ নাই তার অভিভাবক এই বিষয়ে খুবই চিন্তিত শুধু আরিফুল নয় একই চিত্র উপজেলার বেশীরভাগ বাড়িতে। এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।