বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এবং পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাঘাইছড়ির নির্যাতিত জনসাধারণের ব্যানারে বিক্ষুব্ধ জনতা৷ রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পৌরসভা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌমুহনী, উপজেলা সদরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি পেশ করেন এবং তাদের ১১ দফা দাবি তুলে ধরে উপজেলা পরিষদের সামনে এক মানবন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন মোঃ আবু জাহেদ, সেলিম জাবেদ ৩ নং ওয়ার্ড জনসাধারণ, মোস্তফা কামাল ভুক্তভোগী, মোঃ রাকিব হোসেন ভুক্তভোগী, শারমিন আক্তার সাধারণ শিক্ষার্থী, প্রমূখ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, বর্তমান মেয়র জমির হোসেন নির্লজ্জার মত এখনো চেয়ারে বসে আছে, জনসাধারণ তার চেয়ার কেড়ে না নেওয়ার আগে সসম্মানে পদত্যাগ করুন, কারণ আপনি কোন জনগনের ভোটের মেয়র না, ইভিএম এর কারচুপি মাধ্যমে মেয়র হয়েছেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আরো বলেন,আজ ৭২ ঘন্টা সময় শেষ হতে চলছে তাই আমরা পৌরসভার অবস্থান কর্মসূচি পালন করছি। মেয়র অনুপস্থিত থাকায় সাধারণ জনগন পৌর সেবা থেকে বঞ্চিত রয়েছে। বিভিন্ন ভূয়া প্রকল্প মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। বক্তব্য শেষে ১১ দফা দাবি সহ উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। এছাড়াও সকাল থেকে পৌরসভা কার্যালয়ে সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করেন বেশ কিছুদিন ধরে পৌরসভা কার্যালয় বন্ধ রয়েছে কোন সেবাপ্রদান হচ্ছে না। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: