বাঘাইছড়ি পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রেদোয়ান ইসলাম

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

ইমরান হোসেন জুমান

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।

মঙ্গলবার(২৭ আগস্ট) সকাল ১০ টায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জনপ্রতিনিধিদের মধ্যে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম উপস্থিত ছিলেন।

রেদোয়ান ইসলাম

নবনিযুক্ত পৌর প্রশাসক বলেন, স্বচ্ছ ও জবাবদিহীতামূলক পৌরসভা পরিচালনা করতে সর্বাত্মক চেষ্টা করে যাবো, তিনি পৌরবাসীর কাছে নিয়মতান্ত্রিক সহযোগীতা কামনা করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবালয়ের এক প্রজ্ঞাপনে গত ২২ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম কে বাঘাইছড়ি পৌরসভার প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয় এবং আজ আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।