বন্যার্তদের মাঝে ত্রিপুরা ছাত্র ফোরামের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, শিক্ষা উন্নয়ন সংস্থা ও UTHSOB, USA, BEST, ত্রিপুরা স্টুডেন্টস পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাচালং এলাকার বন্যায় কবলিত পাহাড়ি – বাঙালী ১৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি সুশীল জীবন ত্রিপুরার নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিথুন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ কেদ্রীয় কমিটি সভাপতি নয়ন ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ ত্রিপুরা এছাড়াও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা শিক্ষার্থীরা সহ শিক্ষা উন্নয়ন সংস্থা ও UTHSOB, USA, BEST এর প্রতিনিধিবৃন্দ। SHARES সংগঠন বিষয়: