কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোজ এক কিশোরী

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪

পিয়াল দত্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার প্রিয়ন্তী কর্মকার (১৪) নামের এক কিশোরী কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোজ হওয়ার খবর পাওয়া যায়।

শুক্রবার (৬ আগস্ট) সকালে সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের মেম্বার মো: নুরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী বোট চালক মৃদুল দে বলেন সকাল সাড়ে ৮ টার দিকে আমি বোটে মেয়েটি গোসল করতে পানিতে নামে কিন্তু অনেকক্ষন পরও দেখি পানি থেকে সে আর উঠছেনা তখনই তার পরিবারের কাছে বিষয়টি জানানো হলে পরবর্তীতে এলাকাবাসী ও রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্ধার টীম পানিতে টানা ৩ ঘন্টা খোজাখুজি করেও এই নিউজ পাবলিশ হওয়া পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

প্রিয়ন্তী কর্মকার বিটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ও স্থানীয় পূর্ণচান কর্মকারের সন্তান।

অভিজ্ঞ ডুবিরি না থাকলে স্থানীয়রা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারের জন্য এবং দিঘীনালা ফায়ার সার্ভিস টীমও যুক্ত হয়েছে উদ্ধার কাজে।