আজ মারিশ্যা বড় হুজুর কেবলার ওফাত বার্ষিকী ও ওরস মোবারক

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

আব্দুল জলিল

পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক সুফি সাধক, রহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত,মূর্শীদে বরহ্বক,পীরে কামেল, হযরতুলহ্বাজ আল্লামা শাহসুফি সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ.) প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার ২৪ তম ওফাত বার্ষিকী আজ।

হুজুরের অতি সাধারণ জীবন যাপন, ইসলামের খেদমতে দেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা ও মহান সৃষ্টিকর্তা কতৃক প্রাপ্ত অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে উপকৃত করা সহ হুজুরের নম্র ভদ্র চাল চলনে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে তিনি বড় হুজুর কেবলা নামে সর্বাধিক পরিচিত।

তিনি একাধারে এই পার্বত্য অঞ্চলের শিক্ষা বিস্তারের প্রতিকৃত তথা শিক্ষাগুরু, ধর্মগুরু ও আলোর দিশারী হয়ে দুর্গম পার্বত্য অঞ্চলে অসংখ্য মানুষের হৃদয় কোঠরে জায়গা করে নিয়েছেন। কাপ্তাই লেক তথা কাচালং নদীতে একহাটু সমান পানিতে লঞ্চ আনা সহ জীবদ্দশায় বিভিন্ন অলৌকিক ক্ষমতায় পার্বত্য অঞ্চলের মানুষের বিভিন্ন উপকার করে এই মহান মনীষী দেশব্যাপী পরিচিত লাভ করেন।

আজ ৭ রবিউসসানী হুজুরের ২৪তম ওফাতবার্ষিকি, বটতলী দরবার শরিফে প্রতিবছর এদিন খতমে কোরআন,খতমে গাওসিয়া শরীফ, হামদ নাতে রাসুল, আজিমুশান মিলাদ মাহফিল ও আখেরী মুনাজাতে অসংখ্য ভক্ত অনুরাগী অংশগ্রহণ করেন।
আজকের ছদরে জলসায় সভাপতিত্ব করবেন হুজুর কেবলার সুযোগ্য উত্তরসূরী ও বড় শাহেবজাদা হযরতুলহ্বাজ আল্লামা পীরজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুন নূর সাহেব।