সাজেক উন্নয়ন ফোরাম এর সমন্বয় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ সোমবার (১১ নভেম্বর) সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি ক্লাবে সাজেক উন্নয়ন ফোরামের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সাজেক উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী, জোন কমান্ডার, বাঘাইহাট জোন লে: কর্ণেল মো: খায়রুল আমিন, পিএসসি। কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এর সঞ্চালনায় শুরু হওয়া এ সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন হেডম্যান,রুইলুই মৌজা,চেয়ারম্যান, সাজেক ইউনিয়ন, কটেজ মালিক সমিতির সহ:সভাপতি, সেক্রেটারী, খাগড়াছড়ি যানবাহন মালিক সমিতির সভাপতি,কংলাক পাড়ার প্রতিনিধি,সাজেক পানির গাড়ি সমিতির প্রতিনিধি, সকল রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকান মালিক, ম্যানেজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মোট ১৫০ জন। হেডম্যান, রুইলুই মৌজা,লালথাংগা লুসাই এর স্বাগত বক্তব্যের পর সভায় উপস্থিত ব্যক্তিবর্গ সাজেক পর্যটন এলাকার উন্নয়নকল্পে বিভিন্ন মতামত তুলে ধরলে প্রধান অতিথি মনোযোগ সহকারে তা শ্রবণ করেন। অত:পর প্রধান অতিথি লে: কর্ণেল মো: খায়রুল আমিন, পিএসসি তার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রথমেই সাজেক পর্যটন এলাকায় সকল জাতিগোষ্ঠীর একসাথে মিলেমিশে কাজ করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, সাজেক পর্যটন এলাকাকে একটি সুন্দর দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, সাজেককে পরিচ্ছন্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি রাস্তার পাশের দোকানগুলিকে সুন্দর ভাবে সাজানোর জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, যে সকল রিসোর্ট ভিউ কে বাধাগ্রস্ত করে সেসব রিসোর্ট ক্রমান্বয়ে নিচের দিকে পরিকল্পিত ভাবে স্থানান্তর করা হবে। সাজেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি মাস্টারপ্ল্যান করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি স্থানীয় লুসাই ও ত্রিপুরা সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরার জন্য লুসাই ক্লাবের কাজ দ্রুত শেষ করার আহবান জানান। স্থানীয় অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে তিনি সাজেক কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। সমন্বয় সভা শেষে বেলা ১ ঘটিকায় সাজেক উন্নয়ন ফোরামের উদ্যোগে কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। সন্মানিত জোন কমান্ডার, বাঘাইহাট জোন লে: কর্ণেল মো: খায়রুল আমিন, পিএসসি শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। এসময় বিদ্যালয়ের মোট ৫৫জন শিক্ষার্থীর প্রত্যেককে স্কুল ব্যাগ-০১টি, খাতা-০৩টি, কলম ও পেন্সিল-০২টি, পেন্সিল বক্স-০১টি, ও ০১টি করে ওয়াটার বোতল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রধান শিক্ষক, কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় জনাব নাজিম উদ্দিন, সহকারী শিক্ষিকা রোজমেরি সাংপুই লুসাই, অমিয় ত্রিপুরা, লালতনা পাংখোয়া প্রমুখ উপস্থিত ছিলেন। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: