আইনজীবী আলিফ কে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী সংগঠন ইসকন কতৃক রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ’কে নির্মমভাবে হত্যা ও চট্টগ্রাম কোর্ট বিল্ডিং মসজিদে হামলার প্রতিবাদে এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৯ নভেম্বর) বাদ জুমা বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদের উদ্যোগে চৌমুহনী মুক্তমঞ্চে সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও কয়েক হাজার মুসুল্লি ব্যানার ফেস্টুন সহ সমাবেশে অংশগ্রহণ করে।


বাঘাইছড়ি ইমাম মুয়াজ্জিন সংহতি পরিষদের আহবায়ক কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউসার উদ্দিন নুরী’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিক্ষোভ সমাবেশ আহবায়ক সদস্য হাফেজ মোহাম্মদ হোসাইন, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, বাঘাইছড়ি মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা সোলাইমান খান, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

এসময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাসী দেয়ার দাবী জানান।

এ সময় বিক্ষুব্ধ জনতা ইসকন নিষিদ্ধ করো, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই স্লোগান দিতে থাকে।

এ বিক্ষোভ মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জোরদার ছিল।