মারিশ্যা ইউনিয়ন জামায়াতের দায়িত্বে ফরিদ ও ফারুক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪ বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক, বিশেষ অতিথি জেলা সুরা সদস্য এডভোকেট রহমতুল্লাহ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা কবির আহমদ, পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ জাফর আহমদ। বৈঠকে প্রধান সভাপতি মাওলানা কবির আহমদ জামায়াতে ইসলামী মারিশ্যা ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। সকলের সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ ফরিদ উদ্দিন , সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর কে দায়িত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা, পৌর এবং ইউনিয়ন এর বিভিন্ন দায়িত্বশীলরা। SHARES রাজনীতি বিষয়: