নিজ দলের নেতাকর্মীদের গুম-হত্যার বিচারের দাবীতে ছাত্রদলের মানবন্ধন

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিগত ১৬ বছরে দলীয় নেতাকর্মীদের হত্যা গুম খুনের বিচার দাবী করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় কাচালং কলেজ মেইন গেইটের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে কলেজ ছাত্র দলের সভাপতি নুরকবির এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাদাত মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক, এছাড়াও পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, ছাত্রনেতা ইকবাল হোসাইন সহ অর্ধশত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিগত ফ্যাঁসিবাদী আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মীদের হত্যা গুম খুনের সঠিক তদন্ত করে বিচার দাবী করেন।