টেকনাফে মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণ প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে পাগলদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছে মারোত। স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল (মারোত)এর উপদেষ্টা সাইফুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউ মদিনা মটরসের প্রতিষ্ঠা বার্ষিকী ও বৌদ্ধ ধর্মীয় উৎসব মধু পুর্ণিমা উপলক্ষ্যে পাগলদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। ১৪ সেপ্টেম্বর দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক রাজু পালের সঞ্চালনায় আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল।প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক ডাঃ টিটু চন্দ্র শীল।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল হাকিম,টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,সদস্য মোহাম্মদ ফরহাদ আমিন। আরো উপস্থিত ছিলেন,মারোত সংগঠনের সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন,বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি,কার্যকরী সদস্য আইয়ুব আলী সওদাগর, হারুনর রশীদ,মোহাম্মদ মাজেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন বাহনের মাধ্যমে টেকনাফ পৌরসভার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধ শতাধিক পাগলদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। SHARES দেশ জুড়ে বিষয়: