পূর্ব লাইল্যাঘোনায় আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ রাঙামাটি বাঘাইছড়িতে পূর্ব লাইল্যাঘোনা এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রবিবার (২২ ডিসেম্বর) পূর্ব লাইল্যাঘোনা বাজার চত্বরে বাদ আসর হতে শুরু হয় মিলাদ মাহফিলের প্রথম অধিবেশন, এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ও ক্বেরাত পরিবেশন করেন। বাদ মাগরিবের স্থানীয় আলেমদের আলোচনায় সম্পন্ন হয় ২য় অধিবেশন ও বাদ এশা ৩য় অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীল আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ্ সাহেব (মা. জি. আ.)। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ খাঁন কাদেরী, চাঁদপুর। মাহফিলের শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গিনালা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাহ্জাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামি আলোচক সৈয়দ মোহাম্মদ নুরশেদ রেজা কাদেরী,চট্টগ্রাম। হাফেজ মুহাম্মদ ফারুক আজম কাদেরী,কাপ্তাই, চট্টগ্রাম। কাচালং বাজার জামে মসজিদের খতিব মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী (মা.জি.আ.)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। প্রধান মেহমান পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। আজিমুশশান মিলাদ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়। SHARES ইসলাম বিষয়: