বাঁশ ফকির মামার ৩৭ তম ওরশ শরীফ সম্পন্ন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে হযরত ওবায়দুল হক প্রকাশ বাঁশ ফকির মামার ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) বাদ যোহর হতে কাচালং বাজার প্রাঙ্গণ ও  মাজারে শুরু হয় ওরশের আনুষ্ঠানিকতা। দিনব্যাপী অনুষ্ঠানে বাদ যোহর খতমে কোরআন,বাদ আসর কবর জিয়ারত, বাদ মাগরিবের পর পরেই হাজারো মানুষের ঢল মিলে ওরশ শরীফে।

বাদ এশা মিলাদ মাহফিল ও চেমাহ মাহফিল এবং কাচালং ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নিরব ইসলাম (সবুজ) এর আমন্ত্রণে চট্টগ্রাম থেকে আগত শিল্পী মঈনদ্দীন সাবিদ এর কন্ঠে কাওয়ালী ও ভান্ডারী গানে রাতব্যাপী চলে ওরশ। বাদ ফজর আখেরী মোনাজাত ও তবারুক বিতরণে মধ্যে দিয়ে সমাপ্তি হয় মাহফিল।