বাঘাইছড়িতে জাসাস-এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর)দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল বিকাল ৩ টা হতে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা, স্থানীয় শিল্পীদের অংশ্রগ্রহনে সাংস্কৃতিক সন্ধ্যা ও চট্টগ্রাম থেকে আগত ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মেতে উঠে ব্যান্ড শো। বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়, জাসাস এর ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের পাচশতাধীক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালীটি বর্ণাঢ্য রূপ নেয়। বাঘাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোঃ সিদ্দিক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উদ্ভোধক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান বক্তা রাঙ্গামাটি জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন, বিশেষ বক্তা, জেলা জাসাস সাধারণ সম্পাদক পটন চাকমা। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ও পৌর জাসাস সাধারণ সম্পাদক আমির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাসাসের পৌর সভাপতি মো: মাসুদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মারিশ্যা ইউনিয়ন জাসাস সভাপতি শফিকুল ইসলাম ও খেদারমারা ইউনিয়ন জাসাস সভাপতি রুবেল হোসেন। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাতীদলের সভাপতি রনেল চাকমা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি মোঃ ইব্রাহীম, কাচালং কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির ও সদস্য সচিব সরোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ ও সদস্য সচিব জিন্নাত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুস সবুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা জাসাসের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের ধন্যবাদ জানান ১ম বারের মত এত বড় আয়োজন করে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য। বক্তারা বলেন বাঘাইছড়িতে বিএনপি ঐক্যবদ্ধ আছে আর ঐক্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। তারা আরো বলেন দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে কোন প্রতিহিংসা যেন সৃষ্টি নাহয় সেদিকে লক্ষ রাখতে হবে। SHARES রাজনীতি বিষয়: