বাঘাইছড়িতে তিন ইটভাটায় অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা আদায় প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ 0-0x0-0-0# রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। অভিযানে কেবিএম নামে একটি ইটভাটায় ৫০ হাজার টাকা, ফাইভ স্টার এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তিনটি ইটভাটার মালিক ও ম্যানেজারকে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয় ও কয়েক হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটা বন্ধ ও জরিমানা আদায় করা হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: