বাঘাইছড়িতে পৌর বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন শুরু

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতেও  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র  প্রাথমিক সদস্য পদ নবায়ন শুরু হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকায় বিএনপির দলীয় কার্যলয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, বাঘাইছড়ি পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়  সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি  নিজাম উদ্দিন বাবু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপি’র  সহ-সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক  মো: নুরুল আলম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্র নির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত ফি পরিশোধ করে সদস্য পদ নবায়ন করে উপস্থিত নেতাকর্মীরা।