নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দর নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
0-0x0-0-0#

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা মসজিদ মার্কেটের মুদির দোকান, কাচা বাজার, মাছ ও মাংসের দোকানের বাজার দর যাচাই করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। তিনি দোকানদার দের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি না করার ব্যপারে সতর্ক করেন এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল দোকানে না রাখার নির্দেশনা প্রদান করেন। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখনো সহনীয় পর্যায়ে আছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বাজার কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাবেক কাউন্সিলর রুবেল চাকমা প্রমুখ।