মারিশ্যা ইউনিয়ন জামায়েতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়েতে ইসলামী মারিশ্যা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ মার্চ) মারিশ্যা ইউনিয়নস্থ বেপারীপাড়া এবাদত খানায় বাদ আসর হতে পবিত্র মাহে রমজানের তাৎপর্যতা নিয়ে আলোচনা করা হয়। এতে মারিশ্যা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোঃ ফরিদ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করেন মাওলানা কবির আহমদ, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।