অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে মারিশ্যা জোন (২৭ বিজিবি) প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। গত ১৭ফেব্রুয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সোমবার (১০ মার্চ) বিকালে নগদ ৫ হাজার টাকা ও ৪ টি করে কম্বল বিতরণ করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম (পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক। জোন কমান্ডার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোজ খবর নিয়ে তাদের আবারো ঘুরে দাঁড়ানোর জন্য মনোবল বৃদ্ধি করার পরামর্শ প্রদান করে বলেন, মারিশ্যা জোন নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিত মানবিক কাজে নিয়োজিত থাকে, তারই ধারাবাহিকতায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য তাদের বিপদের সময় এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি আনতে পারে বলে মনে করেন তিনি। SHARES প্রচ্ছদ বিষয়: