রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে সদস্য মালেক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটি জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছে বাঘাইছড়ি উপজেলা থেকে মোঃ আব্দুল মালেক, এ সুবাদে বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মিষ্টিমুখ ও আনন্দঘন মুহুর্ত উদযাপন করতে দেখা যায়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু, যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১১ মার্চ (মঙ্গলবার) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হয়, এতে আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বেলাল হোসেন সাকু ও সদস্য সচিব আবু নাছের সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা হতে একমাত্র সদস্য হিসেবে আব্দুল মালেক মনোনীত হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিবাদন জানায়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: হাবীবুর রহমান জানায়, আব্দুল মালেক দীর্ঘ বছর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, ফেসিস্ট আওয়ামীলীগ হতে বারংবার হামলা মামলার স্বীকার হন, বিএনপির ত্যাগী এক কর্মী সে, দলের এই সু সময়ে এসে তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে সদস্য পদে মুল্যায়ন করায় বাঘাইছড়ি উপজেলা সেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে রাংগামাটি জেলা সেচ্ছাসেবক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।