চার দিন ধরে নিখোঁজ বাঘাইছড়ির যুবক নিজাম, থানায় জিডি

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী থানার ভুরিশ্চর এলাকা থেকে মোঃ নিজাম উদ্দিন (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১০ মার্চ ২০২৫ সকাল ৯টায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ নিজাম উদ্দিন রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের রুস্তম মুন্সি পাড়ার (পশ্চিম পাড়া) বাসিন্দা, তার পিতা মৃত সুরূজ মিয়া। চাকরির সুবাদে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ভুরিশ্চর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন কাজ শেষে নিজাম উদ্দিন বাড়িতে ফোন করতেন। কিন্তু ঘটনার দিন ইফতারের পরও তার কোনো ফোন আসেনি। পরে পরিবারের লোকজন ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সারারাত চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবারের উদ্বেগ বাড়তে থাকলে ১২ মার্চ তার বড় ভাই মোঃ জসিম উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন এবং এই নাম্বার (০১৬৪৮০১৭৮৩৪, ০১৫৩৭৬১৯৩৮৩) সমুহে যোগাযোগের অনুরোধ জানান