সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনজুমান-এ রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইফতার ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য মোঃ হোসেন, গাউছিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক, সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ নবী, আবু তাহের মাষ্টার, সোলাইমান মাষ্টার, আবদুল মুনাফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে মিলাদ কিয়াম সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন মাওলা মোজাম্মেল হক।