নানান আয়োজনে কাচালং সরকারি ডিগ্রী কলেজে নব বর্ষ উদযাপন প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (১৪ এপ্রিল) ১ লা বৈশাখে কাচালং সরকারি ডিগ্রী কলেজে গেইট হতে শিক্ষক – শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালী শুরু হয়ে কলেজ অডিটোরিয়ামে সমাপ্তি হয় এবং অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সকলে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা কলেজ অধ্যক্ষ অধ্যাপক রিয়াজ আহমেদ, বিশেষ অথিতিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সিনিয়র প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে নব যোগদান করা অধ্যক্ষ কে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সভা শেষে উজোনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। SHARES প্রচ্ছদ বিষয়: