রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের আগমনে বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বাঘাইছড়ি উপজেলায় শুভ আগমন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় মডেল টাউন চত্বরে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে স্বেচ্ছাসেবক দল সহ৷ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসের অংশগ্রণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্থলে মিলিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু, প্রধান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত আমি উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব আবু নাছের, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হাবিবুর রহমান হাবিব ও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২২ সালের ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দল আজকের মত বিশাল আয়োজন করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চেয়েছিলো জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে কিন্তু সেদিন আওয়ামীলীগের গুন্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়, মোটরসাইকেল ভাঙচুর চালায়, যাদের নেতৃত্বে ছিল রাসেল চৌধুরী, আনন্দের বিষয় সেই সকল দিন পার করে ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আজ আমরা আবারো সেচ্ছাসেবক দলের সংর্বধনা অনুষ্ঠান পালন করতে পারছি। যে প্রোগ্রাম টি ২০২২সালে ২৬শে আগষ্ট স্বৈরাচারী সরকারের দোসর গুন্ডা বাহিনী আমাদের কে সমাবেশটি করতে দেয় নি। আমরা প্রোগ্রাম করে আবারো দেখিয়ে দিয়েছি বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না,বিএনপি সব সময় সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল, যা দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

বক্তারা আরও বলেন, আমারা এখন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনের লক্ষে সেখানে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া, একই সাথে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো।

সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।