চাকুরী স্থায়ীর জন্য ৪৭ দিন ধরে আন্দোলনে বিআরডিবি প্রকল্প কর্মকর্তা কর্মচারী।

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

চাকুরী স্থায়ীকরন ও বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর করার জন্য গত ০১/০৯/২০১৯ খ্রী: হতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ১৫টি প্রকল্পের প্রায় ছয় হাজার কর্মকর্তা-কর্মচারী।
বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন এর জন্য গৃহীত বিভিন্ন সময় ১৫ টি প্রকল্প চালু করলে, সব কয়টি প্রকল্প সফল ভাবে সম্পন্ন হয়। সরকার এই মর্মে সিন্ধান্ত গ্রহণ করে যে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের বাদ না দিয়ে তাদের দিয়ে প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বড় দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো প্রকল্পের কর্মচারীদের স্থায়ী করন করা হয় নাই। উল্টো বিআরডিবি প্রকল্পের আয় থেকে দায় প্রথা চালু করে। প্রকল্প গুলো বহু পুরোনো ১৫ থেকে ২০ বছর হাওয়ায়, আয় থেকে আর কাঙ্খিত অর্থ না আসায় প্রকল্পের কর্মচারীরা বছরের পর বছর বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।এমন্ত অবস্থায় প্রকল্পের কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই বিআরডিবি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দাবি বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর ঘোষণা করে চাকুরী স্থায়ীকরন।

www.web.facebook.com/englishbanglanews