ধর্ষণের অভিযোগে ৭ম শ্রেণির ছাত্রের নামে মামলা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত রিফাত মিয়া (১৪) স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও গাবলা গ্রামের রুহুল আমিনের ছেলে। নির্যাতিত ষষ্ট শ্রেণির ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতিত স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওইছাত্রী পাশের বাড়িতে তার বাবা মাকে ডাকতে যাচ্ছিল। এ সময় বাড়ির পেছনে ওঁৎ পেতে থাকা রিফাত ও তার বন্ধুরা মিলে তাকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের কলা বাগানে ধর্ষণ করে ফেলে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. মাফিয়া জানান, প্রাথমিকভাবে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামি ধরতে চেষ্টা করছে পুলিশ।